পার্বত্য অঞ্চলের মানুষের বেসিক ফাউন্ডেশন গড়ে তোলা জরুরিঃ পার্বত্য উপদেষ্টা

রিপন মারমা, কাপ্তাই(রাঙ্গামাটি) প্রতিনিধি
Feb 7, 2025 - 20:35
 0  4
পার্বত্য অঞ্চলের মানুষের বেসিক ফাউন্ডেশন গড়ে তোলা জরুরিঃ পার্বত্য উপদেষ্টা

পার্বত্য উপদেষ্টা রাষ্ট্রদূত(অব:) সুপ্রদীপ চাকমা বলেছেন, আমি চাই পার্বত্য অঞ্চলের মানুষের কোয়ালিটি এডুকেশন ও লাইভলিহুড ডেভলপমেন্ট। পার্বত্য অঞ্চলের মানুষের বেসিক ফাউন্ডেশন গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেন উপদেষ্টা।

শুক্রবার(৭ ফেব্রুয়ারী)  রাঙ্গামাটি সদরের বালুখালি ইউনিয়নের জারুলছড়ি পাড়ার রাঙ্গা বেইজ ক্যাম্পে ঢাকা ইউনিভার্সিটি হিল এলামনাই এসোসিয়েশন ২০২৫ উদযাপন অনুষ্ঠানে  পার্বত্য উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা এ মন্তব্য করেন।
উপদেষ্টা আরও বলেন, আগে আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। আমাদের ধর্মীয়, সামাজিক, চ্যারিটির বিষয়গুলো বাড়ি থেকেই শিখতে হয়। এর ফল আমরা দেখতে পাই ৩৬ জুলাই আন্দোলনে। সমাজের জন্য, রাষ্ট্রের জন্য আমাদের কাজ করতে হবে। উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধিই হলো আমাদের চিন্তা, চেতনা ও স্বপ্ন। আমাদের পিছিয়ে থাকলে চলবেনা। আমাদের পাইওনিয়ার হতে হবে।
এলামনাই প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪৫ বছর আগে পড়াশুনা  করেছি এই পরিচয়েই রাঙ্গামাটি এলামনাই অনুষ্ঠানে এসেছি। ঢাবি'র অনেকেই এখানে এসেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান উপদেষ্টা। উপদেষ্টা বলেন, ৩৬ জুলাই আন্দোলনে ঢাকা ইউনিভার্সিটির‌ অনেক ছাত্রছাত্রী নিহত ও আহত হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি হিল এলামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকে আহতদের চিকিৎসার জন্য অর্থ যোগানোর উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
এ সময় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা কালজয়ী নামক বিশেষ স্মরণিকার ফলক উন্মোচন করেন। পরে উপদেষ্টা ও অতিথিগণ পার্বত্য চট্টগ্রামের স্থানীয় শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এসময় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন,
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান
জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), 
চাকমা চিফ রাজা দেবাশীষ রায়, 
রাজা সাচিং প্রু চৌধুরী, মং রাজা, মং সার্কেল, খাগড়াছড়ি পার্বত্য জেলা, কঙ্কন চাকমা, যুগ্ম সচিব,  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, খন্দকার রিজাউল করিম, রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা, শুভাশিস চাকমা, সিনিয়র সহকারী সচিব (পার্বত্য উপদেষ্টার সহকারী একান্ত সচিব), কীর্তি নিশান চাকমা, সদস্য সচিব, ঢাকা ইউনিভার্সিটি হিল এলামনাই এসোসিয়েশন আয়োজক কমিটি, অছ্য কুমার তঞ্চঙ্গা, যুগ্ম সদস্য সচিব, ঢাকা ইউনিভার্সিটি হিল এলামনাই এসোসিয়েশন আয়োজক কমিটি প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow