পাহাড়ে পরিবেশ বান্ধব পর্যটন সমৃদ্ধিকরণ বিষয়ে বক্তাদের অভিমত

অনুপম মারমা, থানচি (বান্দরবান) প্রতিনিধি
Dec 14, 2024 - 18:16
 0  17
পাহাড়ে পরিবেশ বান্ধব পর্যটন সমৃদ্ধিকরণ বিষয়ে বক্তাদের অভিমত

সুনির্দিষ্ট উন্নত নীতিমালা অভাবের কারণে পার্বত্য অঞ্চলের মানুষ পর্যটন সমৃদ্ধির ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। পর্যটন বিকাশের পাহাড়ে পরিবেশ বান্ধব পর্যটন সমৃদ্ধিকরণ জরুরী।

পর্যটন সম্পর্কিত কার্যক্রম পরিচালনা, তত্ত্বাবধান, পরিকল্পনা প্রনয়ণ, সমন্বয় এবং বাস্তবায়ন প্রাতিষ্ঠানিকভাবে আইনগত ভিত্তিতে বাস্তবতায় প্রয়োজন।  কয়েক দশকেরও বেশি সময় ধরে অপরিকল্পিত পর্যটন পরিষেবাগুলি পরিচালিত হচ্ছে যেখানে স্থানীয় প্রান্তিক জনগণ খুব সীমিত দক্ষতা এবং অভিজ্ঞতা নিয়ে পর্যটন গাইডরা কাজ করছে। পর্যটক, স্থানীয় জনগণ এবং পরিবেশগত সম্পর্কে ভাল ধারনা থাকার প্রত্যেক পর্যটন সংশ্লিষ্টদের আহবান। বান্দরবানে থানচি  উপজেলা সদর ইউনিয়নের পর্যটন সম্পর্কিত স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ সভা উপরোক্ত কথা বলেন বক্তারা। 

শনিবার ১৪ ডিসেম্বর সকাল ১০ টা থানচি সদর ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত সভায় 
ট্যুরিস্ট গাইড পরিচালনা কমিটির সভাপতি ম্যানুওয়েল ত্রিপুরা ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বান্দরবান বেসরকারী বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক সাই সাই উ মারমা ( নিনি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও সংস্থা তহ্জিংডং এর পরিচালনা কমিটি অন্যত্বম সদস্য লেলুং খুমী, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম মোটর বাইক পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মংউসা মারমা প্রমূখ। সভায় পর্যটক গাইড,মোটর বাইক চালক,ইজ্ঞিন বোট চালক,হোটেল মোটেল মালিকসহ দেড় শতাধিক পর্যটন সংশ্লিষ্ঠরা অংশ গ্রহন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow