পিরোজপুরে শিশু আছিয়ার ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় দোষীর সর্বোচ্চ শাস্তির দাবিতে এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ধর্ষণবিরোধী নানা প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা যায়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণের বিচারসহ সারা দেশে সংঘটিত ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, দেশে ধর্ষণের বিচার যথাসময়ে না হওয়ায় অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠছে। প্রতিটি ধর্ষণের ঘটনার পরই প্রতিবাদ গড়ে ওঠে, কিন্তু দোষীদের দ্রুত বিচার হয় না, ফলে অপরাধীরা বারবার একই জঘন্য কাজ করার সাহস পায়।
সমাবেশে শিক্ষার্থীরা আরও বলেন, "মানুষের শরীরের কোনো অঙ্গ কেটে গেলে যেমন ব্যথা অনুভূত হয়, তেমনি প্রতিটি ধর্ষণের ঘটনায় আমাদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি হয়। আমরা আর এই ধরনের পাশবিকতা সহ্য করব না। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে রাজপথে আমাদের প্রতিবাদ চলবে।”
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রতীকী ফাঁসির আয়োজন করেন এবং ধর্ষকদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেন। তারা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’—এমন নানা স্লোগান দেন।
শিক্ষার্থীরা তাদের সমাবেশের মাধ্যমে সরকারের কাছে দ্রুত আছিয়ার ধর্ষণসহ সারাদেশে নারীদের প্রতি সহিংসতার প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এসব অপরাধের দ্রুত বিচার না হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
What's Your Reaction?






