পিরোজপুর পৌর বিএনপির ওয়ার্ড পর্যায়ে সদস্য যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

পিরোজপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে বিএনপির সদস্য ফর্ম যাচাই-বাছাই ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে সদস্য যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে এক বাছাই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।
পৌর বিএনপির আহ্বায়ক শেখ শহিদুল্লাহ শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান এবং জেলা বিএনপির সদস্য শেখ হাসানুল কবির লীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব মো. ছরোয়ার হোসেন হাওলাদার। এছাড়াও পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, “আমরা ওয়ার্ড ও গ্রামভিত্তিক সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করেছি। এখন সেই ফর্মগুলোর যাচাই-বাছাই চলমান। ইতোমধ্যে সদস্যদের ত্যাগ ও সক্রিয়তা অনুযায়ী গ্রুপ এ, বি, ও সি শ্রেণিবিন্যাস করা হয়েছে। ভবিষ্যতে অনুষ্ঠিতব্য ওয়ার্ড কাউন্সিলের জন্য প্রাসঙ্গিক সদস্যদের রেখে বাকিদেরও দলীয় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। প্রতিটি ওয়ার্ডে ৭১ সদস্যের একটি করে কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। কাউন্সিলের জন্য ভালো সাড়া পেয়েছি, সবাই সানন্দে ফর্ম পূরণ করেছেন।”
What's Your Reaction?






