পুটিজানায় জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়িয়া(ময়মনসিংহ)প্রতিনিধি
Aug 31, 2024 - 21:58
Aug 31, 2024 - 21:59
 0  5
পুটিজানায় জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শনিবার (৩১ আগস্ট) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের আল আমীন উচ্চ বিদ্যালয়ের মাঠে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মুঃ কামরুল হাসান মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওঃফজলুল হক শামীম।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা লুৎফর রহমান।

জেলা জামায়াতের নায়েবে আমীর মুহাঃ কামরুল হাসান মিলন বলেন, ৭২ থেকে ৭৫ সালে এদেশে নারীদের ঘর থেকে টেনে বের করে নির্যাতন করে দেশকে জাহান্নামে পরিণত করা হয়েছিল। বিগত ১৬ বছরে যারা ব্যাংক ডাকাতি করেছে তাদের বিচার এখনো হয়নি, যারা বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে তাদেরও বিচার হয়নি। তিনি আরও বলেন, এই দেশে ইসলামকে আরও বেগবান করে ইসলামি রাস্ট্র কায়েক করতে হবে, এদেশে ইসলাম কায়েম হলে হিন্দু- মুসলমান সকলে শান্তিতে থাকবে।  আমরা বিরোধী দলের নেতাকর্মীদের ক্ষমা করে ভালোবাসার চাদরে মোড়িয়ে রাখবো ইনশাআল্লাহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow