পুঠিয়ায় দেড় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়ায় দেড় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি উপজেলার জিউপাড়া ইউনিয়নের মধুখালী গ্রামের মৃত সইমুদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৫৫)। ১৭ মার্চ দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি শিশুটির প্রতিবেশী ও আত্মীয়।
এলাকাবাসী জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আগেও অসদাচরণের অভিযোগ ছিল। স্থানীয়রা এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীর যথাযথ শাস্তির দাবি করেছেন।
শিশুটির দাদী বলেন, “আমার নাতনি খেলতে খেলতে ওর বাসায় চলে গিয়েছিল। আমি খুঁজতে গিয়ে দেখি, সন্দেহজনক পরিস্থিতি। শিশুটি কান্নাকাটি করছিল, তাই দ্রুত তাকে বের করে আনি।”
শিশুটির মা বলেন, “আমি বড় মেয়ের চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলাম। ফিরে এসে এই ঘটনা শুনেছি। আমি চাই দোষীর যথাযথ বিচার হোক, যেন ভবিষ্যতে কেউ এমন ঘটনার সাহস না পায়।”
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, “এ ঘটনায় থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
এই ঘটনা আমাদের সমাজে শিশু সুরক্ষার গুরুত্ব তুলে ধরে। সন্তানদের নিরাপদ রাখতে অভিভাবক, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।
What's Your Reaction?






