পুলিশের ওপর হামলায় কনস্টেবল আহত, গ্রেফতার ৩

আরিফা হক, গাজীপুর প্রতিনিধিঃ
Mar 15, 2025 - 01:41
 0  4
পুলিশের ওপর হামলায় কনস্টেবল আহত, গ্রেফতার ৩

মহানগরীর গাছা থানার জাঝর এলাকায় মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় গাছা থানার পুলিশ কনস্টেবল মোস্তফা কামাল ছুরিকাঘাতে গুরুতর আহত হন। অভিযানের পর তিনজনকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ ও এপিবিএন।

গত ১৩ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানা পুলিশ মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে শীর্ষ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মনির। তবে পুলিশ কনস্টেবল মোস্তফা কামাল তাকে আটকানোর চেষ্টা করলে মনির ও তার সহযোগীরা পুলিশকে আক্রমণ করে।

একপর্যায়ে মনির কনস্টেবল মোস্তফা কামালকে উপর্যুপরি ছুরিকাঘাত করে, যার ফলে তার কানে ও পেটে গুরুতর জখম হয়। আহত পুলিশ সদস্যকে প্রথমে তাইরুন্নেসা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে গাছা থানা এলাকার মৃত জমির আলীর ছেলে মো. মনিরুজ্জামান ওরফে মনির (২৮), মৃত আব্বাস আলীর ছেলে মো. জাহিদ মণ্ডল বাবু (৩০) এবং মৃত আলী আকবরের ছেলে নূরা (৩৭)-কে গ্রেফতার করেছে।

শুক্রবার বিকালে গাজীপুর মহানগরীর গাছা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরউদ্দিন।

তিনি জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশের রক্তাক্ত জামা, একটি ছুরি ও হেরোইন উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow