পুলিশ অভিযান চালিয়ে ২ গরু চোরকে গ্রেপ্তার,৫ টি গরু উদ্ধার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
Mar 27, 2024 - 12:43
Mar 27, 2024 - 12:43
 0  23
পুলিশ অভিযান চালিয়ে ২ গরু চোরকে গ্রেপ্তার,৫ টি গরু উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ গরুসহ মোঃ আনোয়ার হোসেন (২০) মোঃ সুমন মিয়া (২০) নামে ২ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭মার্চ) ভোরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মীর কাশেমের ছেলে ও সুমনমিয়া একই গ্রামের বাবুল মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, একটি সংঘবদ্ধ চোরচক্র সদর উপজেলার বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে সুলতানপুর ইউনিয়ন পরিষদের পাশে নিয়ে রাখে। সেখান থেকে গরুগুলো অন্য যায়গায় নিয়ে যাওয়ার কথা ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২ গরু চোরকে গ্রেপ্তার করে। পরে তাদের হেফাজত থেকে ৫ টি গরু উদ্ধার করা হয়।তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত চোর। দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow