পূবাইলে রেললাইন ধরে হাটাহাটি করার সময় ভারসাম্যহীনের মৃত্যু

আলিফ আরিফা,গাজীপুর প্রতিনিধি
Mar 26, 2024 - 20:47
 0  10
পূবাইলে রেললাইন ধরে হাটাহাটি করার সময় ভারসাম্যহীনের মৃত্যু

গাজীপুর মহানগরীর পূবাইলের ৪০ নং ওয়ার্ড এর মাঝুখান এলাকায় অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে এক মানসিক ভারসাম্যহীন এর মৃত্যুর খবর পাওয়া গেছে।

খোজ নিয়ে জানা গেছে ২৬ মার্চ সকালে এ দূর্ঘটনা  ঘটে, নিহতের নাম মো.ফজল (৫৫), সকালে রেললাইন ধরে হাটা হাটি করার সময় এ দূর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে এলাকাবাস।

নিহতের গ্রামের বাড়ি, ফরিদপুর জেলার লক্ষিপুরা গ্রামে।সে উক্ত এলাকার মৃত হাসান আলীর ছেলে, বর্তমানে সে পূবাইল থানাধীন করমতলা এলাকায় মাজারের পাসে মনোয়ার হোসেনের বাড়িতে থেকে আসছিলেন।

এ বিষয়ে নরসিংদী রেলওয়ে ফাড়ির ইনচার্জ মো. নাজিউর ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ফজল মিয়া একজন বাক প্রতিবন্ধী ছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow