পূর্ব শত্রুতার জেরে ফরিদপুরে বসতবাড়ীতে অগ্নি সংযোগ ও লুটপাট
ফরিদপুরের বোয়ালমারিতে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ভোর পাচঁটা থেকে থেমে থেমে সংর্ঘষটি সকাল নয়টার দিকে ভয়াবহ রুপ নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সুত্র দৈনিক খোলাচোখকে জানায়, যুদ্ধাপরাধের দায় দন্ডিত মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের পক্ষের প্রধান সাক্ষী ছিলেন ময়েনদিয়া গ্রামের আব্দুল মান্নান মাতুব্বর নামের এক প্রভাবশালী আওয়ামীলীগ নেতা।
পূর্বের সেই সুত্র ধরে সকাল নয়টার দিকে বিক্ষুব্ধ জনতা উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মান্নান মাতুব্বরের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এই সময় বসতবাড়ীতে থাকা মান্নান মাতুব্বরের বড় ছেলে হারেজ মাতুব্বর, মেজ ছেলে মজনু মাতুব্বর, ছোট ছেলে মাসুদ মাতুব্বরের বসতবাড়ীতে অগ্নি সংযোগ ও লুটপাট চালায়।
পরে সেখান থেকে ফিরে এসে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের মান্নান মাতুব্বরের সর্মথক হাসেম মোল্যা, কালাম মোল্ল্যা, জালাল মোল্যা ও হবি মোল্ল্যার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা।
এই সময় আগুন নেভাতে যারা এগিয়ে এসেছিল তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্র জানায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হাসান চৌধুরী বলেন খবর পেয়ে সেনাবাহীনি ও পুলিশ এবং আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস কে জানানো হয়।
পরক্ষণেই ঘটনাস্থলে সেনাবাহীনির ৩ টি টিম ও থানা থেকে পর্যাপ্ত ফোর্স গিয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। এখন পর্যন্ত সংঘর্ষকারী কাউকে পাওয়া যায়নি।
বর্তমানে সেখানে পুলিশ মোতায়ন রয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন হতাহতের ঘটনা জানা যায়নি।
বসতবাড়িতে হামলার আগে চেয়ারম্যান মান্নান মাতুব্বর এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে আত্মরক্ষা করে, তাদেরকে অনেকবার মুঠো ফোনে কল করলেও তাদের ফোন বন্ধ পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
জানা যায় ময়েনদিয়া বাজারে উক্ত মান্নান চেয়ারম্যান আওয়ামী লীগ সরকারের আমলে একক রাজত্ব কায়েম করতেন।
তিনি ইতোপূর্বে একটি হত্যা মামলার এক নম্বর আসামি ছিলেন। মূলত দীর্ঘদিনের এই সকল পুঞ্জিভূত ক্ষোভ থেকেই বিক্ষুব্ধ জনতা অদ্য অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছেন বলে স্থানীয় সুত্রে জানা যায়।
What's Your Reaction?