পৌরবাসীর দুর্ভোগ নিরসনে কাজ করে প্রশংসায় ভাসছেন পৌর প্রশাসক রেশমা খাতুন
পৌরবাসীর দুর্ভোগ নিরসনে নিরলসভাবে বিরামহীন কাজ করে যাচ্ছেন কুষ্টিয়ার খোকসার পৌর প্রশাসক রেশমা খাতুন। পৌর এলাকার ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে কাজ করে প্রশংসায় ভাসছেন তিনি।
জানা যায়, পৌরসভার ২ ও ৫ নং ওয়ার্ডের বাসিন্দাদের বাড়িঘর ও রাস্তার জলাবদ্ধতা নিরসনের দাবি দীর্ঘ দুই যুগেরও বেশি সময়ের। বাড়িঘর ও যাতায়াতের রাস্তা নিচু হওয়ায় বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতেই রাস্তা পানির নিচে তলিয়ে যায়। দীর্ঘ জলাবদ্ধতায় এলাকার মানুষদের যাতায়াতে পোহাতে হয় চরম ভোগান্তি। স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা যেতে পারেনা শিক্ষাপ্রতিষ্ঠানে। পৌর প্রশাসক রেশমা খাতুন ১০ দিনের মাথায় উদ্যোগ নেয়ায় এলাকাবাসীর মধ্যে তিনি প্রশংসিত হয়েছেন।
এলাকাবাসী বলছে, এই প্রথম দেখলাম একজন পৌর প্রশাসক এসে আমাদের এলাকার জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন। এবং বিকল্প উপায়ে পানি অপসারণের ব্যবস্থা করছেন।
পৌর প্রশাসক রেশমা খাতুন বলেন, পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে আমি বদ্ধ পরিকর। পর্যায়ক্রমে জনস্বার্থে সকল প্রকার জন দুর্ভোগ সমস্যার সমাধান করা হবে বলেও জানান তিনি।
What's Your Reaction?