প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা,উত্তেজনাপূর্ণ খেলায় জয় পেয়েছে সিনিয়র একাদশ 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jul 12, 2024 - 18:39
 0  6
প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা,উত্তেজনাপূর্ণ খেলায় জয় পেয়েছে সিনিয়র একাদশ 

ফরিদপুরের আলিপুর খাঁ পাড়া ঈদগাহ মাঠে প্রদর্শনী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  বিকেলে এই খেলায় মোকাবেলা করে সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ। 

 খেলাটিতে মূলত স্থানীয় খেলোয়াড়রা অংশগ্রহণ করে। বৃষ্টি উপেক্ষা করে অনেক দর্শককে খেলা উপভোগ করতে দেখা যায়। 
এ খেলায় সিনিয়র একাদশ দল ৪- ৩ গোলের ব্যবধানে জুনিয়র একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলের পক্ষে গোল করেন বিশ্বজিৎ, হারুন, শাহাবুদ্দিন, ও জনি। 
অন্যদিকে বিজিত দলের পক্ষে জয় দুইটি ‌এবং ফয়সাল একটি গোল করেন। গুরুত্বপূর্ণ খেলাটি পরিচালনা করেন রেফারি মোহাম্মদ কুরবান আলী। 
খেলা শেষে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন শহর মহিলা আওয়ামী লীগ নেত্রী মোসাম্মৎ আকলিমা বেগম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow