প্রধান শিক্ষকের বিরুদ্ধে নির্বাচন স্থগিতের অভিযোগ

বোয়ালমারী(ফরিদপুর)প্রতিনিধি
May 2, 2024 - 20:17
 0  6
প্রধান শিক্ষকের বিরুদ্ধে নির্বাচন স্থগিতের অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নে অবস্থিত 'রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়'র ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করা হয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে নির্বাচন স্থগিতের এ অভিযোগ এনেছেন অভিভাবক প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বীতাকারী একাধিক প্রার্থী এবং স্থানীয় জনগণ। 

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার তাপস শাঁখারী জানান, রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মোট ভোটার ৯৩৮ জন। কিন্তু গত ২৩ মার্চ প্রধান শিক্ষক স্বাক্ষরিত যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে বেশ কয়েকজন অভিভাবকের নাম ভোটার তালিকার একাধিক জায়গায় রয়েছে। সেজন্য একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন নিয়ে যাতে কোন প্রশ্ন উঠতে না পারে এমন নির্বাচন উপহার দেয়া হবে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, মোট ১৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১২ জন পুরুষ অভিভাবক এবং ২ জন মহিলা অভিভাবক মনোনয়ন পত্র জমা দিয়েছেন। পুরুষ অভিভাবক প্রতিনিধি পদে ইমরান হোসেন ভূইয়া, ইলিয়াস মোল্যা, কাওছার শেখ, কামরুল ফকির, চাঁন মালো, বিষ্ণুপদ বিশ্বাস, মজিবর মোল্যা, মো. ওসমান মোল্যা, রাজ্জাক মোল্যা, লিয়াকত হোসেন ফরহাদ, সাখাওয়াত হোসেন, সেলিম শেখের মনোনয়ন পত্র বৈধ ঘোষিত হয়েছে। মহিলা অভিভাবক প্রতিনিধি পদে চায়না ও  শারমীন ফারজানা বিথীর মনোনয়ন পত্র বৈধ ঘোষিত হয়েছে। 
অভিভাবক প্রতিনিধি পদে মনোনয়ন পত্র জমা দানকারী মো. কামরুল ফকির বলেন, এই গরমের মধ্যে প্রত্যেক ভোটারের বাড়ি একাধিকবার গেছি। এখন ভোট গ্রহণ স্থগিত করা হলো। ভোটার তালিকা নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী কোন প্রার্থীর আপত্তি ছিলো না। প্রধান শিক্ষকের কারণে এই নির্বাচন স্থগিত করা হলো। যে দুইজন শিক্ষক প্রতিনিধি হয়েছেন তারা প্রধান শিক্ষকের মনমতো হয়নি।
অপর অভিভাবক প্রতিনিধি পদে মনোনয়ন পত্র জমা দানকারী ওসমান মোল্যা বলেন, প্রধান শিক্ষকের ষড়যন্ত্রেই নির্বাচন স্থগিত করা হয়েছে। শিক্ষক প্রতিনিধি দুইজন তার পক্ষে না থাকায় তিনি যাকে খুশি তাকে সভাপতি বানাতে পারবেন না বলে তিনি নির্বাচন স্থগিত করিয়েছেন। 
রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক মিলন তার ফেসবুক পেজে একটি ভিডিও ছেড়েছেন। সেখানে রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন, প্রধান শিক্ষক নির্বাচনটা প্রশ্নবিদ্ধ করার জন্য, নিজের পকেট কমিটি করার জন্য উঠেপড়ে লেগেছেন। 
এ ব্যাপারে প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখ বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। আইন শৃঙ্খলার অবনতি, সংরক্ষিত মহিলা শিক্ষক ভোটার তালিকা না করা এবং অভিভাবক ভোটারে ত্রুটি থাকায় নির্বাচন স্থগিত করা হয়েছে। 
এর আগে ১৫ এপ্রিল তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র গ্রহণ ও জমাদান দেওয়ার তারিখ ছিলো ১৮ থেকে ২২ এপ্রিল, মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ছিলো ২৩ এপ্রিল, মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে আপিল ২৫ এপ্রিল, বৈধ তালিকা প্রকাশ ২৮ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল এবং নির্বাচনের তারিখ ছিলো ১১ মে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow