প্রবাহমান কর্মকাণ্ডে সালথায় প্রশংসায় ভাসছেন ওসি ফায়েজুর রহমান

জাকির হোসেন, স্টাফ রিপোর্টার
Apr 10, 2024 - 23:22
 0  10
প্রবাহমান কর্মকাণ্ডে সালথায় প্রশংসায় ভাসছেন ওসি ফায়েজুর রহমান

চলমান পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নানা সামাজিক ও প্রশাসনিক কাজ করে প্রশংসায় ভাসছেন ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান পিপিএম।

ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান গত ১৫ ডিসেম্বর,২০২৩ ইং তারিখে সালথা থানায় অফিসার ইনচার্জ হিসবে যোগদান করেন। যোগদানের পরপরই সালথা থানার আইন শৃঙ্খলার চিত্র পাল্টে যায়। তার ভাল কাজের স্বীকৃতি স্বরুপ ফেব্রুয়ারী মাসে জেলার সেরা ওসি নির্বাচিত হন তিনি। এর আগে ২০২০ সালে নিজের কর্ম দক্ষতায় পুলিশের সর্বোচ্চ পিপিএম পদক অর্জন করেন।

চলমান পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের রুখতে ও জাল টাকার ব্যবহার রোধে সালথা থানা পুলিশের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়। এসময় পুলিশের পক্ষ থেকে ক্রেতা ও বিক্রতাদের বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়। এর ফলে বিক্রেতা যেমন বেশি দামে পণ্য বিক্রয় করার সুযোগ পাচ্ছে না। ক্রেতা সাধারণও নির্ধারিত মূল্যে পণ্য ক্রয় করতে পেরে খুশি। বাজার মনিটরিং এর জন্য ওসি নিজেও নেমে পড়েন। বাজার মনিটরিং এর অংশ হিসেবে সালথা সদর বাজার সহ উপজেলার প্রায় সব বাজারে পুলিশ মনিটরিং করে। এসময় পণের মূল্য তালিকা টানানো, সঠিক ও গুনগত মান ঠিক রেখে পন্য বিক্রয়, জাল টাকার ব্যবহার রোধে কাজ করে পুলিশ। এসময় বাজারে ক্রেতাদের মধ্যো ব্যাপক সাড়া পড়ে।

ঈদ সামনে রেখে যানজট নিরসন সহ বাজারের ফুটপাত দখলমুক্ত করেন ওসি ফায়েজুর রহমান। এছাড়াও অবৈধ যানবাহনের দৌরাত্ম রোধে কাজ করছে পুলিশ। ওসির নির্দেশনায় শতাধিক অসহায় হত-দরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। পুলিশের তৎপরতায় উপজেলার গট্টি ইউপি থেকে এক ভেজাল খাদ্য সামগ্রী তৈরিকারককে আটক করে। ধর্ষণ মামলার তিন ঘন্টার মধ্যে অভিযুক্তকে আটক করে পুলিশ। এমন অনেক ভাল কাজের জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের কাছে প্রসংশায় ভাসছেন ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান (পিপিএম)।

কয়েকজন ক্রেতার সাথে কথা হলে তারা জানায়, পুলিশ বাজার মনিটরিং শুরু করলে মুহুর্তেই পণ্যের দাম কমে যায়। ব্যবসায়ীরা তখন আর বেশি দামে বিক্রয় করার সাহস পায় না। আমরা চাই পুলিশ নিয়মিত বাজার মনিটরিং করুক। রোজার পরও চলুক। এছাড়া পুলিশের কারনে মেইন রাস্তার ফুটপাতে কোন দোকান বসে না। এই কারনে যানজট কম হয়। আমরা ওসি সাহেব অনেক ভাল মানুষ, তাকে কে ধন্যবাদ জানাই। এমন মিষ্টভাষী ও কর্মদক্ষ পুলিশ অফিসার দেশের সকল থানায় দরকার। পবিত্র রমজান মাসে আমরা তার জন্য দোয়া করি।

সালথা থানার অফিসার হিসেবে শতভাগ সফলতার সাথে দ্বায়িত্ব পালন করে আসছেন ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান। একজন চৌকস, সৎ, মেধাবী, নীতিবান, নির্ভীক, দেশপ্রেমিক, কর্তব্যপরায়ণ, সুযোগ্য, উদ্যামী, ন্যায়পরায়ণ, দায়িত্বশীল ও মানবিক পুলিশ অফিসার সালথা থানায় পেয়ে খুশি সালথা বাসি। পুলিশ যে জনগণের বন্ধু, আইন- শৃঙ্খলা রক্ষায় নিরলস ভাবে কাজ করার পাশাপাশি তারা যে মানবিক কাজের ক্ষেত্রেও পিছিয়ে নেই তার দৃষ্টান্ত স্থাপন করেছেন ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান পিপিএম।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সালথা সদর বাজার কমিটির সভাপতি মোঃ ফারুকুজ্জামান ফকির মিয়া বলেন, সালথা থানার বর্তমান ওসি সাহেব মিষ্টভাষী খুবই ভাল মনের মানুষ। উনার সাথে কথা বললে মন ভাল হয়ে যায়। তিনি সব সময়ই আমাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেন। সাম্প্রতিক সময়ে বাজার মনিটরিং ও যানজট নিরসন সহ তিনি যে সকল সামাজিক ও প্রশাসনিক কাজ করেছেন তা প্রশংসার দাবিদার। তিনি একজন কর্মঠ পুলিশ অফিসার। আমি তার সার্বিক সাফল্য কামনা করি।

সদালাপী ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান পিপিএম বলেন, সালথা ফরিদপুরের একটি বিরুপ রাজনৈতিক এলাকা হলেও এখানকার মানুষ সহজ সরল ও পরিশ্রমী। সকলের সহযোগিতায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সকল কর্মকাণ্ড সঠিকভাবে করা সম্ভব হয়েছে। একসাথে টিমওয়ার্কে কাজ করলে সফলতা বেশি পাওয়া যায়, সালথা থানার প্রতিটি পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যেকোন সেবা ও পরামর্শের জন্য সালথা থানা পুলিশ আপনাদের পাশে আছি। সকলকে জানাই পবত্রি ঈদ উল ফিতরের প্রীতি ও শুভেচ্ছা। ঈদ মোবারক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow