প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে ফরিদপুর জেলা আওয়ামীলীগের আনন্দ শোভাযাত্রা
ঘোষিত প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সম্মুখে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সভাপতিত্বে এবং ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘোষিত বাজেট গরিব অসহায় দিন মজুর মানুষের বাজেট। এ সরকারের আমলে সাধারণ মানুষ তাদের মৌলিক চাহিদাগুলো যথাযথভাবে পূরণ করতে পারছে। বক্তারা সকল ভেদাভেদ ভুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?