প্রাইম এশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে রাজেন্দ্র কলেজ ছাত্রদলের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 21, 2025 - 14:23
 0  1
প্রাইম এশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে রাজেন্দ্র কলেজ ছাত্রদলের বিক্ষোভ

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল।

সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজেন্দ্র কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কলেজ ছাত্রদলের সভাপতি আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা ও মহানগরের ছাত্রদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ-সভাপতি আরেফিন কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক রশিদ, ফরিদপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান জোবায়ের, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরুখ নিলয় ফয়সাল ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোহান প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, “জাহিদুল ইসলাম পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত না হলে দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।”

তারা আরও বলেন, “ছাত্রদল দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় রয়েছে। ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে রাজপথে থাকবে। হত্যাকারীদের অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি, বিশেষ করে ফাঁসির দাবি জানাচ্ছি।”

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow