প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগঃ প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের মানববন্ধন ও পদযাত্রা 

জোবায়ের সাকিব, জেলা প্রতিনিধি, ঢাকা
Sep 1, 2024 - 17:58
 0  6
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগঃ প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের মানববন্ধন ও পদযাত্রা 

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এ ইংরেজি ভাইভা থেকে বাদ পড়া প্রতিবন্ধী চাকরি প্রার্থীগণ রবিবার শাহবাগ যাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে এবং কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা করেছে। 

মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন- প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকায় বাদ পড়া প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দেওয়ার জন্য জোর দাবি জানানো হয়। তারা আরও জানায় যে, অবিলম্বে ভাইভা থেকে বাদ পড়া প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের নিয়োগ প্রদান করা না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রতিবন্ধী চাকরি প্রার্থী মো: কামাল হোসেন বলেন- আমরা সদ্য ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের আমলে বৈষম্যের স্বীকার হয়েছি। সেই বৈষম্য নিরসনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও একান্ত সচিবের সাথে সাক্ষাৎ করে সকল নথিপত্র দাখিল করেছি।
নারী প্রতিবন্ধী চাকরিপ্রার্থী পারুল বেগম বলেন-বৈষম্যের স্বীকার হয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি এবং উচ্চ আদালতের রায়ও পেয়েছি গত ১৪ জানুয়ারি। কিন্তু ৮ মাসেও নিয়োগের খোঁজ পাইনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিবন্ধী কোটাকে অকুন্ঠ সমর্থন করেছেন সুতরাং আমাদের দাবি মেনে নেওয়া হোক। 
উক্ত মানববন্ধন ও পদযাত্রায় দেশের বিভিন্ন জেলা থেকে চাকরি বঞ্চিত প্রতিবন্ধী প্রার্থীরা উপস্থিত হন, সমন্বয়ক হিসাবে উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসেন, মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ আলিফ হোসেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow