প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগঃ শেখ রাসেল ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jun 2, 2024 - 17:21
 0  8
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগঃ শেখ রাসেল ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন 

ফরিদপুর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রতিযোগিতার ফাইনাল খেলায়  চর  কমলাপুর ক্রীড়া সংস্থা সি কে এস কে ৬ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ  ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে চরকমলাপুর ক্রীড়া সংস্থা( সি কে এস )দল ১৭৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে আসিফ সর্বোচ্চ ৪২ রান করে, এছাড়া সাকিব ২৪, সিফাত ২০  রান করে, শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষে আরাফাত ও পারভেজ ৩ টি করে উইকেট লাভ করে।
জবাবে শেখ রাসেল ক্রীড়াচক্র ৪ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাহরিয়ার ৫১ রানে অপরাজিত থাকেন, এছাড়া ইমন ৭০, নির্জন ২২, সাব্বির ৩০ রান করেন। চর কমলাপুর ক্রীড়া সংস্থার পক্ষে আসিফ ২ উইকেট লাভ করেন।
আম্পায়ার জহিরুল ইসলাম জিন্নাহ ও হাসমত আলী খান স্কোরার মামুন হোসেন। 
উল্লেখ করা যেতে পারে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে এ বছরই প্রথমবারের মতো অংশ নেয় ‌শেখ রাসেল ক্লাব ক্রীড়া চক্র। আর প্রথমবারের অংশগ্রহণেই দলটি চ্যাম্পিয়ন হবার ‌ গৌরব অর্জন করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow