ফরিদপুরের ধর্ষণ মামলার আসামী সোহেলকে পটুয়াখালী হতে গ্রেপ্তার করেছে র্যাব

ফরিদপুরের ধর্ষণ মামলার আসামী সোহেলকে পটুয়াখালী হতে গ্রেপ্তার করেছে র্যাব।
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ১৪ মার্চ রাত অনুমানিক ৮ টার সময় ভিকটিম (১৩)
কে আসামী সোহেল (২২) ভিকটিমের বাসায় কেউ না থাকার সুযোগে ভেতরে প্রবেশ করে বিবাহের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ধর্ষণ করে।
পরবর্তীতে ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে ফরিদপুর জেলার সালথা থানার মামলা নং- ১৩, তারিখ- ১৭/০৩/২০২৫, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) মামলা রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচন পত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় রবিবার বিকাল আনুমানিক ৫ টার দিকে র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৮ এর সহযোগীতায় পটুয়াখালী সদর থানাধীন পটুয়াখালী টোলপ্লাজায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণ মামলার পলাতক এজাহার নামীয় আসামী সোহেল (২২), পিতা- মোঃ নিজাম উদ্দিন, সাং- প্রতাবপুর, থানা- কোতোয়ালি, জেলা- ফরিদপুরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন ।
What's Your Reaction?






