ফরিদপুরের মডেল টাউন হতে বস্তা বন্দী লাশ উদ্ধার 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Jan 4, 2025 - 17:26
 0  11
ফরিদপুরের মডেল টাউন হতে বস্তা বন্দী লাশ উদ্ধার 

ফরিদপুরের মডেল টাউন হতে হালিম( ২২) নামক এক ব্যক্তির বস্তা বন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার‌ ফরিদপুর  জেলার কোতোয়ালী থানাধীন পৌরসভা ১৭ নং ওয়ার্ড মডেল টাউন  মোকলেস মন্ডলের বাড়ির বাউন্ডারীর ভিতরে  বস্তাবন্দী গলাকাটা অবস্থায় বালির ভিতরে ওই লাশটি উদ্ধার করা হয়। 
জানা গেছে হালিম (২২), পিতা- আব্দুর রব শেখ,  
সাং- মধ্য আলিপুর কুবা মসজিদ সংলগ্ন, গত ৩১/ ১২/ ২৪ ইং তারিখ থেকে নিখোঁজ হয়। এরপর তার পরিবার গত ৩/১/ ২০২৫ ইং তারিখে ফরিদপুর কোতোয়ালি থানায় জিডি করেন। জিডি নং ১৪০। পরবর্তীতে পুলিশ জিডির সূত্রধরে হালিমের বন্ধু রনি মিয়া, পিতা মৃত আব্দুল মতিন মিয়া,সাং- কলাপাড়া, থানা - রামপুরা, জেলা- নরসিংদী, মোকলেছ মন্ডলের বাড়ির ভাড়াটিয়ার বাসায় পুলিশ এসে নিখোঁজ  হালিমের কথা জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তা পুলিশের কাছে  সন্দেহজনক হলে পুলিশ হালিমের রিক্সাটি রান্নাঘরে খোলা অবস্থায় পায়। রান্না ঘরের পিছনে  নতুন মাটি খোরা দেখে এসআই নুর হোসেন এর  সন্দেহ হয়।
এক পর্যায়ে পুলিশ স্থানীয় লোকজন ডেকে মাটি খুঁড়ে ভিকটিম এর লাশ প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় উল্টো ভাবে হাত-পা বাঁধা ও গলা ঘাড়ে  কাটা অবস্থায় পাওয়া যায়। 
পরবর্তীতে পুলিশ লাশের সুরতহাল করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ব্যবস্থা  করেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow