ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় রোকেয়া বেগমের মৃত্যু 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jun 24, 2024 - 14:42
 0  20
ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় রোকেয়া বেগমের মৃত্যু 

ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় রোকেয়া বেগম  (৫৫) নামে এক মহিলার মৃত্যু ঘটেছে।
তিনি ফরিদপুর সদর উপজেলায় পিয়ন পদে কর্মরত ছিলেন। 
জানা গেছে সোমবার সকাল অনুমানিক ৮ টা ২০ মিনিটের সময় শহরের  রাজবাড়ী রাস্তার মোড়ে সদর উপজেলা পরিষদের সামনের আইল্যান্ডের মুখে‌ এ দুর্ঘটনা ঘটে। 
তার পিতার নাম  পিতা- ইসমাইল শেখ ওরফে টুকু, স্বামী- শেখ নাসির।
 তিনি ফরিদপুরে ১ নং গোয়ালচামটে তার মেয়েকে সাথে নিয়ে রিক্সা করে উপজেলা পরিষদে যাওয়ার সময় রাজবাড়ী রাস্তার মোড়ে আইল্যান্ডের সামনে রাস্তা পার হতে গেলে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি দ্রুতগামী একটি কার্ভাড ভ্যান (রেজিঃ নং- ঢাকা মেট্রো ট- ১৩-৫২০৭)  সজোরে পিছন দিক থেকে ধাক্কা দিলে রিকশা চালক শেখ আছমত(৭০),
 নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লাগায় রোকেয়া বেগম ছিটকে পড়েন। এসময় কাভার্ড ভ্যানের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রোকেয়া বেগম নিহত হন।  দুর্ঘটনার সংবাদ শুনে কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মৃতদেহটি হেফাজতে নেন।  দুর্ঘটনার কার্ভাড ভ্যান টি পুলিশ আটক করেছে। কার্ভাড ভ্যান এর ড্রাইভার ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় বলে জানা যায়।  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow