ফরিদপুরের সদরপুরে চাঁদাবাজি মামলায় তিন আসামির কারাদণ্ড

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Mar 11, 2025 - 13:31
 0  149
ফরিদপুরের সদরপুরে চাঁদাবাজি মামলায় তিন আসামির কারাদণ্ড

ফরিদপুরের সদরপুর উপজেলায় চাঁদাবাজির মামলায় তিন আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (৭ মার্চ) আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাদের জামিন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, ভাসানচর ইউনিয়নের মধ্যেরচর গ্রামের প্রবাসী আলমগীর হোসেনের কাছে ২০২০ সাল থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন শেখ পান্নু মিয়া, শেখ মাসুদ, সোহেল মোল্যা, ফয়সাল, শেখ শাকিল ও ফরহাদ।

২০২৪ সালের ২৩ জানুয়ারি রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে আসামিরা দেশীয় অস্ত্রসহ আলমগীর হোসেনের পথরোধ করে চাঁদা দাবি করেন। তিনি রাজি না হলে তাকে মারধর করে পকেট থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং বাকি টাকা না দিলে হত্যার হুমকি দেয়। আলমগীর হোসেনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় তিনি ফরিদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযুক্তদের মধ্যে তিনজন জামিন নেন, আর বাকি তিনজন বিদেশে পালিয়ে যান।

তবে জামিনে থাকা পান্নু মিয়া, শেখ মাসুদ ও ফরহাদ চলতি বছরের ৪ জানুয়ারি আলমগীর হোসেনকে পুনরায় মামলা প্রত্যাহারের হুমকি দেন। এতে তিনি ৭ জানুয়ারি সদরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরবর্তীতে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow