ফরিদপুরের হা-মীম গ্রুপের দ্বিতীয় দিনে ৩২ দূর্গা মন্দিরে অনুদান প্রদান
দেশের স্বনামধন্য গার্মেন্টস প্রতিষ্ঠান হা-মীম গ্রুপ ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন শারদীয় দূর্গা মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেছে।
শুক্রবার দ্বিতীয় দিনে হা-মীম কর্ণধারবৃন্দ সদর উপজেলার কৈজুরি ইউনিয়ন, ঈশান গোপালপুর ইউনিয়ন, কানাইপুর ইউনিয়ন, ফরিদপুর পৌরসভার ৩২ টি দূর্গা মন্দির পরিদর্শন করেন এবং অনুদান প্রদান করেন। এর আগের দিন বৃহস্পতিবার ২০ টি মন্দিরে অনুদান প্রদান করেন।
অনুদান প্রদান করেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন এবং হা-মীম গ্রুপের পরিচালক আবুল কালাম আজাদ।
হিন্দু ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার অষ্টমীর দিনে কুমারী পূজার আয়োজন করেন ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রম। শুক্রবার সন্ধ্যায় অতিথিরা রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন। এসময় মিশনের সেবাইতদের সাথে সাক্ষাত করেন।
এসময় শারদীয় দুর্গা উৎসব নির্বিঘ্নে পালনে তাদের খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি শাহ মোঃ আক্কাস, সাংবাদিক আবুল কালাম, রাফিজুল খান।
What's Your Reaction?