ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Feb 9, 2025 - 15:01
 0  4
ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে দশটার দিকে ফরিদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ফরিদপুর জেলার যুগ্ম পরিচালক অমিত বড়ুয়া, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আবদুল হালিম ‌ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ফরিদপুর জেলার  আইন-শৃঙ্খলা রক্ষায় বর্তমান সময়ে বিশেষভাবে নজরদারি জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এছাড়া ফরিদপুর সদর উপজেলা সহ অন্যান্য উপজেলা সমূহে  মোবাইল কোর্ট পরিচালনা করা, মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা, মাদক ব্যবসায়ীদের তালিকা  তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা ও নজরদারি বাড়ানো ,শীর্ষ মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান অব্যাহত রাখা, মাদকের আখড়া বন্ধে পুলিশি টহল ব্যবস্থা বাড়ানোর উপর গুরুত্ব দেয়া হয়।
তাছাড়া আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে ও স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা, নিত্য প্রয়োজনীয় পণ্য যাতে কৃত্রিম সংকট সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখা এবং নজরদারি বাড়ানোর প্রয়োজন তুলে ধরা হয়। উপজেলা পর্যায়ে ন্যায্য মূল্যের বাজার প্রতিষ্ঠা করা হবে। 
অবৈধ বালু উত্তোলন ও মাটিকাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখা।  শীতের শেষে সাপের উপদ্রব বেড়ে যায় সেজন্য প্রতিটি হসপিটালে পর্যাপ্ত এন্টি ভেনমের উপস্থিতি নিশ্চিত করা।
ফরিদপুরের আইন-শৃঙ্খলা রক্ষায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করা সহজ হবে  বলে আইনশৃঙ্খলা কমিটির সভায়   ‌ জানানো হয়।প্রতিনিধি 
ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকে ফরিদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান , অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ফরিদপুর জেলার যুগ্ম পরিচালক অমিত বড়ুয়া, সরকারি রাজেন্দ্র কলেজ অধ্যক্ষ প্রফেসর এস এম আবদুল হালিম ‌ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন সভায়  ফরিদপুর জেলার  আইন-শৃঙ্খলা রক্ষায় বর্তমান সময়ে বিশেষভাবে নজরদারি জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এছাড়া ফরিদপুর সদর উপজেলা সহ অন্যান্য উপজেলা সমূহে  মোবাইল কোর্ট পরিচালনা করা, মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা, মাদক ব্যবসায়ীদের তালিকা  তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা ও নজরদারি বাড়ানো ,শীর্ষ মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান অব্যাহত রাখা, মাদকের আখড়া বন্ধে পুলিশি টহল ব্যবস্থা বাড়ানোর উপর গুরুত্ব দেয়া হয়।
তাছাড়া আসন্ন  পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে ও স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা, নিত্য প্রয়োজনীয় পণ্য যাতে কৃত্রিম সংকট সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখা এবং নজরদারি বাড়ানোর প্রয়োজন তুলে ধরা হয়। উপজেলা পর্যায়ে ন্যায্য মূল্যের বাজার প্রতিষ্ঠা করা হবে। 
অবৈধ বালু উত্তোলন ও মাটিকাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখা।  শীতের শেষে সাপের উপদ্রব বেড়ে যায় সেজন্য প্রতিটি হসপিটালে পর্যাপ্ত এন্টি ভেনমের উপস্থিতি নিশ্চিত করা।
ফরিদপুরের আইন-শৃঙ্খলা রক্ষায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করা সহজ হবে  বলে আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow