ফরিদপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন
ফরিদপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকাল পৌনে দশটায় শহরের আলিপুরে অবস্থিত আওয়ামী লীগ অফিস চত্বরে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন , বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়া দুপুরে চকবাজার জামে মসজিদে দোয়া মাহফিল ও অসহায় ও দুঃস্থ মানুষের মধ্য খাবার বিতরণ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম জনি, সহ-সভাপতি সৈয়দ মনিরুজ্জামান লাজুক, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, শহর কমিটির আহ্বায়ক এটিএম জামিল তুহিন, যুগ্ন আহবায়ক আলহাজ্ব মেহেদী চিশতী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামসুদ্দোহা জাহের, যুগ্ন আহবায়ক আরাফাত রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসিবুর রহমান জেমিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?