ফরিদপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Feb 8, 2024 - 13:37
 0  12
ফরিদপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফরিদপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ক্রিকেট চ্যাম্পিয়নটিম কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ‌ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার বেলা বারোটায় বিদ্যালয় নিজস্ব চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও  ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথুর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীনের নির্দেশনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‌ ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান। এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক মন্ডলী অভিভাবকবৃন্দ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি ‌ ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য  এ কে আজাদ   বলেন  এখানকার পুরাতন ভবন ভেঙ্গে, বহুতল ভবন নির্মাণ করা হবে। অর্থাভাবে যাতে কোন মেয়ের লেখাপড়া বন্ধ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফরিদপুরকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে হবে , বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। ‌ তিনি বিদ্যালয়ের ‌ উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এরপর তিনি ‌ বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এক লক্ষ টাকা এবং শিক্ষকদের জন্য ‌ এক লক্ষ টাকা প্রদান করেন।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ‌ বেশ কয়েকটা ইভেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষকদের, অভিভাবকদের, এবং চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্যও একটি করে খেলা অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow