ফরিদপুরে আমার দেশ পাঠক মেলার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আমার দেশ পত্রিকার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে ‘আমার দেশ পাঠক মেলা’।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দৈনিক নয়া দিগন্ত ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি হারুন আনসারী রুদ্র, আমার দেশ পাঠক ফোরামের সভাপতি ও ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী স্বৈরাচারের ঘনিষ্ঠ সহযোগী মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল পরিকল্পিতভাবে আমার দেশ পত্রিকা ও সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। তারা বলেন, মাহমুদুর রহমান কেবল বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একজন সাহসী ও নির্ভীক সাংবাদিক হিসেবে পরিচিত।
সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় মাহমুদুর রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মেঘনা গ্রুপের সমালোচনা করে বক্তারা বলেন, বর্তমান সরকারের সময় এ গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল এক লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে। বক্তারা বলেন, যদি কোনো সংবাদের বিরোধিতা থাকে, তবে তা প্রেস কাউন্সিলের মাধ্যমে নিষ্পত্তির পথ খোলা আছে। কিন্তু সেই প্রক্রিয়া উপেক্ষা করে আদালতে মামলা করা হয়েছে, যা মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ।
মানববন্ধনে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, আইনজীবী, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






