ফরিদপুরে আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 8, 2025 - 19:25
 0  4
ফরিদপুরে আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ফরিদপুর শহর বিএনপির সাবেক সভাপতি মরহুম আলী খানের ২১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) শহরের লাক্সারি হোটেলের পাশে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন লাভলু, এবং সঞ্চালনা করেন ১৬ নং ওয়ার্ড বিএনপির সাহিদুর রহমান সাঈদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এ ফ এম কাইয়ুম জঙ্গি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জিয়া মঞ্চের আহ্বায়ক লিয়াকত হোসেন লাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর কবির, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ হারু খা, যুগ্ম আহ্বায়ক এম টি আক্তার টুটুল, মহানগর মহিলা বিএনপির সভাপতি রোকসানা পারভিন পাপিয়া, সাংগঠনিক সম্পাদক শিউলি আক্তার, সহ-সভাপতি পলি বেগম।

অনুষ্ঠানে মরহুম আলী খান-এর জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতারা তার রাজনৈতিক অবদান ও সংগ্রামী জীবনকে স্মরণ করেন এবং বিএনপি আন্দোলনে তার বিশেষ ভূমিকার ওপর আলোকপাত করেন। এরপর মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং এ স্মরণসভায় প্রাপ্তির পাশাপাশি বিএনপির ঐক্য ও স্থিতিশীলতা নিয়ে একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow