ফরিদপুরে ইমাম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Sep 27, 2024 - 17:57
Sep 27, 2024 - 17:59
 0  6
ফরিদপুরে ইমাম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

ফরিদপুরে ইমাম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে শহরের জনতা ব্যাংকের মোড় হতে এই উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাব এর সামনে এসে দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়। ভারতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা)  কে‌ নিয়ে কটুক্তি ‌ও আপত্তিকর বক্তব্য পন্ডিত রামগিরি ও বিজেপির বিধায়ক নিতীশ রানের বিরুদ্ধে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ইমাম কল্যাণ ফাউন্ডেশনের মাওলানা সভাপতি কেরামত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের মাওলানা মনসুরুল, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, উপদেষ্টা  মাওলানা আবুল হোসাইন উপদেষ্টা, মুফতি কামরুজ্জামান সাধারণ সম্পাদক  মাওলানা আমজাদ হোসেন , অর্থ সম্পাদক  মাওলানা কবির আহমেদ প্রমূখ।
এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
সভায়  বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অপরাধে উক্ত ব্যক্তিদের ফাঁসি দাবি করেন। 
বক্তারা বলেন মহানবী হযরত মুহাম্মদ (সা) নিয়ে কটুক্তি করা হলে তা সহ্য করা হবে না।
বক্তারা অবিলম্বে ইসলাম অবমাননা কারীদের  শাস্তি দাবি করেন ।
তারা অন্তবর্তী কালীন সরকারের ‌ প্রধান উপদেষ্টা কে উদ্দেশ্য করে বলেন আমরা বাংলাদেশকে স্বাধীন করে ‌ আপনার কাছে দিয়েছি। আপনি অবিলম্বে ভারতীয় হাই কমিশনার কে ডেকে এনে ‌ এর প্রতিবাদ জানান। আপনি যদি প্রতিবাদ না জানান ‌ তাহলে আমরা ‌ এ দেশের জনগণকে সাথে করে ঢাকায় গিয়ে ‌ ভারতীয় দূতাবাসের সামনে ‌ মার্চ করব।
আমাদের খেয়াল রাখতে হবে বাংলাদেশের ভিতরে ‌ তৃতীয় শক্তি ‌ যেন কোন ফায়দা ‌ হাসিল করতে না পারে। সামনে সনাতন ধর্মাবলম্বীদের ‌ অন্যতম বৃহৎ পূজা ‌ দুর্গাপূজা রয়েছে ‌ পূজা উপলক্ষে ‌ তারা যেন কোনরকম অপ্রীতিকর ঘটনা ‌ না, ঘটাতে ‌ পারে ‌ সেদিকে সবাইকে ‌ লক্ষ্য রাখতে হবে।
বক্তার অবিলম্বে ‌ ইসলাম অবমাননা কারীদের শাস্তি দাবি করেন ‌।
এরপর দোয়া অনুষ্ঠিত হয় ‌ দোয়া ‌ পরিচালনা করেন ‌ ইমাম কল্যাণ ফাউন্ডেশন ‌ ফরিদপুর জেলা শাখার  সভাপতি কেরামত আলী। ‌
এর আগে উক্ত সভা সফল করার জন্য বিভিন্ন স্থান থেকে একাধিক  বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow