ফরিদপুরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
ফরিদপুর জেলায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টায় ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড় সংলগ্ন জেলা মডেল মসজিদের মিলানায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শাহাবুদ্দিন সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ আশেক হাসান, জেলা ইসলামিক ফাউন্ডেশন এর সহকারী পরিচালক সুজন আলী, জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তোবিবুর রহমান সহ জেলা বিভিন্ন উপজেলা থেকে
ইমামগন এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সনদপত্র প্রদান করা হয়।
What's Your Reaction?