ফরিদপুরে ইসলামী আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের মধুখালীতে উগ্রবাদী হিন্দু কর্তৃক মুসলিম হত্যা ও মানববন্ধন কর্মসূচিতে তাওহীদি জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণের প্রতিবাদে আজ শুক্রবার বেলা পৌনে দুইটায় শহরের জনতা ব্যাংকের মোড়ে উক্ত কর্মসূচি পালন করা হয়। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মৌলানা লোকমান হোসেন জাফূরী। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন মাগুরা জেলার শত্রু জিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনি মুসাফিরী, সংগঠনের সহ-সভাপতি হযরত মাওলানা শামসুল হক,
খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি আমজাদ হোসাইন,সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী
উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব শামসুদ্দিন মোল্লা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ফরিদপুর জেলার সম্পাদক হাফেজ মিজানুর রহমান, শ্রমিক আন্দোলনের সভাপতি,খন্দকার ওহিদুজ্জামান, ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ মিরাজুল ইসলাম, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মাতুব্বর, ইসলামী আন্দোলনের অতিরিক্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, মুফতি মাহবুবুর রহমান, মধুখালী থানার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, হাফেজ মাওলানা জিয়াদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি দাবি করেন। তা না হলে আগামী দিনে আরো ব্যাপক কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান। একই সাথে এদের পরিবারে ক্ষতিপূরণ দেবার জন্য সরকারের নিকট দাবি জানান। তারা বলেন এ ঘটনায় জড়িত প্রত্যেককে গ্রেফতার করে তাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের প্রকৃত চেহারা জনগণের সামনে উন্মোচিত করার আহ্বান জানান। এ ঘটনায় জড়িত মদদ দাতাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবি জানানো হয়। এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক বিক্ষোভ মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।
What's Your Reaction?