ফরিদপুরে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ফরিদপুরে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০:৪০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাফিজুর রহমান,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ( শিক্ষা ও কল্যাণ শাখা) নাইমা নাদিয়া,
সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ, রমা সাহা সরকার, ইয়াসিন কলেজের অধ্যক্ষ ফজলুল হক খান সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এতে সরকারের ভাবমূর্তি রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের প্রতিরোধ ও নকলমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আহবান করা হয়।
What's Your Reaction?