ফরিদপুরে এইচডিইউ এর উদ্বোধন

ফরিদপুর জেলা প্রতিনিধি
Jan 19, 2025 - 17:11
 0  3
ফরিদপুরে এইচডিইউ এর উদ্বোধন

ফরিদপুরে এইচডিইউ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১ টায়

ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ ইউনিটের (হার্ট  ফাউন্ডেশন) তৃতীয় তলায় ৬ শয্যা বিশিষ্ট এইচডিইউ এর উদ্বোধন করেন ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ এর গভর্নিং বডির চেয়ারম্যান ও ডায়াবেটিক সমিতির আহব্বায়ক জনাব মীর নাসির হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ হাফিজুর রহমান, পেশ ইমাম, উকিলপাড়া জমে মসজিদ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির সদস্য সচিব প্রফেসর শেখ আব্দুস সামাদ, এডহক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি শহিদুল হাসান, চিত্তরঞ্জন ঘোষ, রবীন্দ্রনাথ সাহা সহ সাবেক কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা খন্দকার মফিজুর রহমান জামাল , অধ্যাপক  মোহাম্মদ শাহজাহান,  আহমেদ জামাল, আতিয়ার রহমান, 
সাহেব সরোয়ার, অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক  হামিদ মোল্লা, মফিজ ইমাম মিলন, হাসপাতালের পরিচালক ডাক্তার মোঃ মোসলেম উদ্দিন, ডেপুটি ডাইরেক্টর মোঃ মজিবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ জহিরুল ইসলাম মিয়া, উপাধ্যক্ষ মনোয়ার হোসেন, প্রফেসর ডাঃ মোঃ ইউসুফ আলী, প্রফেসর ডাঃ জে সি সাহা, প্রফেসর ডাঃ দীপ্তি রানী সাহা,  ডাঃ নুরুল আফসার, ডাঃ ইসহাক আলী, ডাঃ আসাদুজ্জামান বিশ্বাস সহ অন্যান্য ডাক্তার, নার্স সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এইচডিইউ  হচ্ছে একটি স্টেপ-ডাউন ইউনিট (ট্রানজিশনাল কেয়ার) রোগীদের জন্য যা নিবিড় পরিচর্যা এবং একটি স্ট্যান্ডার্ড অ্যাকিউট পেশেন্ট কেয়ার ইউনিটের মধ্যে রয়েছে।
আধুনিক মানের উন্নত সেবা প্রদানে ফরিদপুর ডায়াবেটিক সমিতি আরও একধাপ এগিয়ে গেল বলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতিগন মত প্রকাশ করেন। সেই সাথে ফরিদপুর ও এর আশেপাশের জনগন সুলভ মূল্যে উন্নত চিকিৎসা সেবা পাবার দ্বার উন্মোচিত হলো এবং এর মাধ্যমে   সর্বস্তরের জনগণ উপকৃত হবে বলে অনুষ্ঠান থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow