ফরিদপুরে ওয়েস্টার্ন পার্কে দুইদিন ব্যাপী ফ্রি মেহেদী উৎসব
ফরিদপুর শহরের ঝিলটুলি সোনালী ব্যাংকের মোড়ে ওয়েস্টার্ন পার্কে দুইদিন ব্যাপী ফ্রি মেহেদী উৎসব অনুষ্টিত হবে। এই উৎসবে ওয়েস্টার্ন পার্কের কাস্টমাররা ফ্রিতে মেহেদি দিতে পারবেন। ওয়েস্টার্ন পার্কের কাস্টমার ছাড়া অন্যদের জন্য ৫০% ছাড়ে মেহেদী দেওয়ার ব্যবস্থা থাকবে। আগামী ৭ ও ৮ এপ্রিল রবিবার ও সোমবার সকাল ১০টা হতে বিকাল ৫ টা পর্যন্ত এই উৎসব চলবে। ওয়েস্টার্ন পার্কের ওনার ফারহানা জাহান জানান-এই ২ দিন ওয়েস্টান পার্কে রোজার মাসের শপিং করা ২০০০ টাকার উপরে ক্যাশ মেমো নিয়ে আসলে অর্গানিক মেহেদি সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবেন। ১০ জন প্রফেশনাল মেহেদী আর্টিস্ট এই দুই দিন সার্বক্ষনিক ওয়েস্টার্ন পার্কের ক্রেতাদের এই সেবা প্রদান করবে। তিনি আরো জানান, ওয়েস্টার্ন পার্কে পাওয়া যাবে সব ধরনের লেডিস্ ড্রেস যেমন-পাকিস্তানী,ইন্ডিয়ান টিশার্ট,প্যান্ট,বিভিন্ন ডিজাইনের পায়জামা,পটসেট,গাউন,সুতি থ্রি-পিচ ইত্যাদি।
What's Your Reaction?