ফরিদপুরে কমিউনিস্ট পার্টির ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ফরিদপুরে কমিউনিস্ট পার্টির ৭৬ তম প্রতিষ্ঠা পালিত হয়েছে ।
এ উপলক্ষে ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টি'র সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
কমিউনিস্ট পার্টির সভাপতি আজাদ আবুল কালামের সভাপতিত্বে বুধবার বিকেলে শহরের স্টেশন বাজার এলাকায় এক সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাম গনতান্তিক জোট ফরিদপুর জেলা শাখার সমন্বয়ক রফিকুজ্জামান লায়েক,ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা রিক্সা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন,জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমদাদ মিয়া, ফরিদপুর জেলা সিপিবি'র সম্পাদক মন্ডলির সদস্য বেলায়েত হোসেন, জেলা কমিটির সদস্য আশরাফুল আলম বাবু প্রমূখ।
এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন যে, পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী কমিউনিস্ট কর্মীদের ওপর হত্যা, নির্যাতন, জেল-জুলুম-হুলিয়ার খড়গ চালায়। হাজার হাজার কমিউনিস্টকে দেশ ত্যাগে বাধ্য করা হয়। ন্যাপ-ছাত্র ইউনিয়ন-গেরিলা বাহিনী গঠনের মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে।ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্য বাদবিরোধী লড়াই, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন, যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত-শিবির নিষিদ্ধের আন্দোলনসহ সকল আন্দোলন-
সংগ্রামেই সিপিবি অনন্য ভূমিকা পালন করেছে। তারা আগামী দিনের আন্দোলন সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।
What's Your Reaction?