ফরিদপুরে গরু চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনগণ

ফরিদপুরে গরু চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনগণ। জানা গেছে, আজ দিবাগত রাত তিনটা নাগাদ ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গঙ্গাবর্দীতে গরু চুরি করতে গিয়ে ট্রাক চাপায় আহত হয়ে আলমগীর সরদার (৪২), পিতা- মৃত. নাইমুদ্দিন সরদার, গ্রাম- পশ্চিম গঙ্গাবর্দী, কে স্থানীয় জনগণ আটক করে। পরবর্তীতে আহত চোরকে পুলিশের নিকট সোপর্দ করা হয়।
পুলিশ আহত চোরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
জানা যায়, ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গঙ্গাবর্দীতে সংঘবদ্ধ চোরের দল গরু চুরি করে ট্রাকে ওঠানোর পর দ্রুত ট্রাক নিয়ে চলে যাবার সময় উক্ত ধৃত চোর আলমগীর সরদার গরু বোঝাই করা ট্রাকের নিচে চাপা পড়ে। এতে তার বাম পা ক্ষতিগ্রস্ত হয়। তবে চোরাই গরু এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি।
What's Your Reaction?






