ফরিদপুরে ছাত্রলীগের শান্তি মিছিল অনুষ্ঠিত
ফরিদপুরের মধুখালীর ডুমাইনে সহিংসতায় দুইজন শ্রমিক নিহতের প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবীতে জেলা ছাত্রলীগের উদ্যোগে এক শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুর রশিদ চৌধুরীর রিয়ান এর সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যায়
শহরের রুকসু ভবন হতে রাজেন্দ্র কলেজের মোড় পর্যন্ত এ শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত শান্তি মিছিলে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফাহিম আহমেদ, শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান,
সাধারন সম্পাদক মীর মো শান্ত,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ সোহান, সাধারন সম্পাদক মেহেদি হাসান রানা, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস অর্ক, দপ্তর সম্পাদক শাশ্বত চক্রবর্তী অর্ঘ্য, জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক কাউসার আহমেদ আবিদ সহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা মধুখালির উপজেলার ডুমাইন ইউনিয়নে সহোদর দুই ভাইকে হত্যার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানান।
What's Your Reaction?