ফরিদপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের হেলথ কার্ড বিতরণ

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 16, 2025 - 20:55
Apr 16, 2025 - 20:55
 0  4
ফরিদপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের হেলথ কার্ড বিতরণ

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ফরিদপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের মাঝে হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মসূচির আয়োজন করে ফরিদপুর জেলা প্রশাসন।

জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাইফ খান, সোহেল রানা, মেহেদী হাসান, কাইয়ুমসহ আন্দোলনে অংশ নেওয়া অন্যান্য সাধারণ ছাত্রছাত্রী ও শহীদদের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, "জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আমরা তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।" বক্তারা আরও জানান, আহত শিক্ষার্থীদের হেলথ কার্ডের মাধ্যমে সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। এই কার্ড রাষ্ট্রীয় স্বীকৃতির অংশ হিসেবে প্রদান করা হচ্ছে এবং শিগগিরই সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দেওয়া হবে। পাশাপাশি আহত শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও সেবাও পাবেন।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, এবার মোট ৩৯টি হেলথ কার্ড প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে ৩৪ জনের হাতে কার্ড হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow