ফরিদপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মধুখালীতে সাঁতার প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
![ফরিদপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মধুখালীতে সাঁতার প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত](https://www.kholachokh24.com/uploads/images/202411/image_640x_360_673de75496d97.jpg)
ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক সাঁতার প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫এর আওতায় সাঁতার প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। মঙ্গলবার সকাল ১১ টায় মধুখালী উপজেলা পরিষদের পুকুরে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা ক্রীড়া অফিসার আল - আমীন খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( অ দা) মোঃ এরফানুর রহমান , অনুষ্ঠানে এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
মোঃ আঃ আউয়াল আকন, উপজেলা একাডেমীক সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার ভৌমিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্যান্য ক্রীড়া শিক্ষক বৃন্দ অংশগ্রহণ করেন।
উক্ত সাঁতার প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মোট ৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।প্রতিযোগিতা শেষে অতিথীরা বিজয়ী সাঁতারুদের হাতে পুরস্কার তুলে দেন।
What's Your Reaction?
![like](https://www.kholachokh24.com/assets/img/reactions/like.png)
![dislike](https://www.kholachokh24.com/assets/img/reactions/dislike.png)
![love](https://www.kholachokh24.com/assets/img/reactions/love.png)
![funny](https://www.kholachokh24.com/assets/img/reactions/funny.png)
![angry](https://www.kholachokh24.com/assets/img/reactions/angry.png)
![sad](https://www.kholachokh24.com/assets/img/reactions/sad.png)
![wow](https://www.kholachokh24.com/assets/img/reactions/wow.png)