ফরিদপুরে জেলা প্রশাসনের অভিযানে ২৩ টা ট্রাক ও ৮টি স্কেভেটর জব্দ

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Apr 18, 2024 - 21:45
 0  13
ফরিদপুরে জেলা প্রশাসনের অভিযানে ২৩ টা ট্রাক ও ৮টি স্কেভেটর জব্দ

ফরিদপুরে জেলা প্রশাসন অভিযানে ‌২৩ টি ট্রাক ও আটটি স্কেভেটর জব্দ করা হয়েছে।

বুধবার ফরিদপুরে রাতের আধারে অবৈধ বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় ৮টি স্কেভেটর ও ২৩টি ট্রাক জব্দ  জানা গেছে ধলার মোড় শহর রক্ষা বাঁধ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক ট্রাক ও স্কেভেটর ফেলে পালিয়ে যান চালকসহ অন্যান্যরা। 
প্রশাসন বলছে, দস্যুরা শতাধিক ডাম্প ট্রাক ও স্কেভেটর দিয়ে শহররক্ষা বাঁধ ঘেঁষে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বালু উত্তোলন করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম । এ সময় পুলিশ সদস্যদের পাশাপাশি অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল ইসলাম জানান, জব্দকৃত ড্রাম ট্রাক ও স্কেভেটরগুলো পুলিশি প্রহরায় রাখা হয়েছে। অপরাধীরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দ্রুততম সময়ের মধ্যে পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow