ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

ফরিদপুর প্রতিনিধিঃ
Mar 16, 2025 - 15:17
 0  2
ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় মহাসড়কে তরমুজবাহী একটি ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রবিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও একজন, যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলের চালক নয়ন শেখ (২২) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত শাজাহান শেখ (৫৪) কে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। নিহত নয়ন সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা, আর শাজাহান শেখ একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, "ত্রিমুখী সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হন, আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটিকে আটক করা হয়েছে, এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow