ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
May 15, 2024 - 17:38
 0  18
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত 

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বেলা ২:৪০ মিনিটে  ফরিদপুর কোতয়ালী থানাধীন পৌরসভার  হাবেলী গোপালপুর খ্রিস্টান মিশনের পিছনে জনৈক আশুতোষ গুহ এর বাসার সামনে রেল লাইনে এক অজ্ঞাতনামা (৫৫) ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হন।

জানা যায়,ঢাকা হতে ফরিদপুর ভাটল নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি কোতয়ালী থানাধীন গৃহলক্ষ্মীপুর রেল স্টেশনে আসলে পৌরসভার হাবেলী গোপালপুর খ্রিস্টান মিশনের পিছনে জনৈক আশুতোষ গুহ এর বাসার সামনে পৌঁছালে 
অজ্ঞাত নামা পুরুষ ট্রেন লাইনে থাকায় সে ট্রেনে কাটা পড়ে দুই খন্ড হয়ে যায়। 
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 
লাশের পরিচয় সনাক্তের জন্য পিবিআই ফরিদপুর এবং সিআইডি ক্রাইম সিন টিমের কার্যক্রম চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow