ফরিদপুরে তরমুজ কেনাবেচা নিয়ে সংঘর্ষ, দোকানদার গুরুতর আহত

ফরিদপুর শহরের চকবাজারে তরমুজ কেনাবেচাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক দোকানদার গুরুতর আহত হয়েছেন।
আজ (মঙ্গলবার) সকাল ১১টার দিকে চকবাজারে তরমুজ কেনাবেচার সময় বিক্রেতা আবুল হোসেন (৬৭) এবং ক্রেতা সবুজ (১৮)-এর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সবুজ পাশের দোকানদার হিরু তালুকদারের তরমুজ কাটার দা ছিনিয়ে নিয়ে আবুল হোসেনকে কোপ মারতে যান। তবে আবুল হোসেন দ্রুত বসে পড়লে কোপটি হিরু তালুকদারের মুখে লাগে, এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সবুজকে আটক করে। আহত হিরু তালুকদারকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
What's Your Reaction?






