ফরিদপুরে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরের সর্বস্তরের জনগণের উদ্যোগে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি আয়োজন করা হয়। "তনু থেকে আছিয়া—প্রতিটি ধর্ষণের বিচার চাই" স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত মানববন্ধনে সরকারি ইয়াসিন কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আনিসুর রহমান সজলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ধর্ষণের শিকার আছিয়ার মা রুমন চৌধুরী, শিলা আক্তার, শিক্ষার্থী কাজী জেবা তাসিন, তানিয়া আহমেদ, শাহীন বাসার, আহমাদুল্লাহ, উম্মে হাবিবা, কাজী রিয়াজ, এস এম নূর ইসলামসহ ফরিদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, তনু থেকে আছিয়া পর্যন্ত প্রতিটি ধর্ষণের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। বর্তমানে বাংলাদেশে নারী সমাজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আমাদের মা, বোন, স্ত্রী ও কন্যারা কেউই নিরাপদ নয়। সাম্প্রতিক ধর্ষণের ঘটনাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, ধর্ষকদের ফাঁসিতে ঝোলাতে হবে।
বক্তারা আরও বলেন, প্রশাসন ধর্ষকদের গ্রেপ্তার করলেও বর্তমান বিচার ব্যবস্থার ফাঁকফোকর দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে। তাই দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করতে হবে। অন্যথায় শিক্ষার্থী ও সাধারণ জনগণ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচার ব্যবস্থায় যদি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দেওয়া না হয়, তাহলে তাদের জনগণের হাতে তুলে দেওয়া হোক। জনগণই ধর্ষকদের প্রকৃত বিচার করবে। তারা আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো আইনজীবী যেন ধর্ষকদের পক্ষে আদালতে না দাঁড়ান।
এ সময় বক্তারা দাবি করেন, যে কোনো ক্ষমতাশালী ব্যক্তি ধর্ষণের ঘটনায় জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, ধর্ষক আছিয়ার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত ধর্ষকের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনটি দাবি উত্থাপন করা হয়। প্রথমত, ধর্ষণের বিচারে অনতিবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে। দ্বিতীয়ত, সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। তৃতীয়ত, তিন দিনের মধ্যে আছিয়ার ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে।
মানববন্ধন ও সমাবেশে ফরিদপুরের বিভিন্ন স্তরের মানুষ একাত্মতা প্রকাশ করেন এবং ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও কার্যকর করার দাবি জানান।
What's Your Reaction?






