ফরিদপুরে নাহার গার্ডেন ভবন নির্মাণ বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল প্রশাসন

ফরিদপুর শহরের ঝিলটুলী সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে মো. ওমর আলী খানের মালিকানাধীন শাহ ফরিদ হাউজিং কোম্পানির আবাসন প্রজেক্ট নাহার গার্ডেনের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দিয়েছে ফরিদপুর সদর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ফরিদপুর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ ফরিদপুরের নির্দেশ অমান্য করে অনুমোদনবিহীন এই ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান বিকেলে সরেজমিনে এসে নির্দেশনা ও কাগজপত্র তলব করেন।
এদিন রাতের আঁধারে ভবনের ছাদে কাজ চালিয়ে যাওয়ার খবর পেয়ে প্রশাসন রাত ১০ টায় ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি), কোতয়ালী থানা পুলিশ এবং বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং স্থায়ীভাবে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বিদ্যুৎ লাইনের তারও জব্দ করা হয়।
শাহ ফরিদ হাউজিং কোম্পানির মালিক ওমর শপিং কমপ্লেক্স-২ ভবনে আড়ং আউটলেট রয়েছে, যা শহরের অন্যতম প্রাণকেন্দ্র মহাকালি পাঠশালার চৌরাস্তায় অবস্থিত। সম্প্রতি, মহাকালি পাঠশালা মোড়ে জেলা যুবদলের ব্যানার ফেস্টুন বিনষ্ট করার অভিযোগে তাঁর বিরুদ্ধে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে তাঁর বিরুদ্ধে তীব্র আন্দোলন ও ক্ষোভ প্রকাশিত হয়।
শহরে অভিযোগ উঠেছে, এই ভবনটি বিল্ডিং কোড অমান্য করে নির্মাণ করা হয়েছে এবং এর কারণে দিন-রাত যানজট লেগে থাকে।
অভিযান সম্পর্কে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান সাংবাদিকদের জানান, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও গণপূর্ত বিভাগ ফরিদপুরের নির্দেশ অমান্য করে অনুমোদনবিহীন এই ভবন নির্মাণ চালিয়ে যাওয়ার সংবাদ পেয়ে আমরা তাদের অবৈধ কাজ বন্ধ করেছি এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ সময় শাহ ফরিদ হাউজিং কোম্পানির মালিক ওমর আলী খান অভিযানে উপস্থিত ছিলেন না এবং শ্রমিকরা তাঁর অবস্থান জানাতে পারেননি। মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি পাওয়া যাননি।
What's Your Reaction?






