ফরিদপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখার লক্ষ্যে বুধবার সকালে জেলা প্রশাসন এর আয়োজনে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর ও ক্যাব ফরিদপুর জেলা শাখার সহযোগীতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়াছিন কবীর এই সভায় সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল,ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান মো:আবদুর রাজ্জাক মোল্লা, চেম্বার অব কর্মাসের সভাপতি মোঃ নজরুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর এর সহকারী পরিচালক সোহেল শেখ, জেলা পুলিশের টি আই (প্রশাসন) তুহিন লস্কর, এন জিও প্রতিনিধি আসমা আক্তার মুক্তা,ক্যাব ফরিপুর এর সভাপতি শেখ ফয়েজ আহমেদ,রেস্তোরাঁ মালিক সমিতির উপদেষ্টা খন্দকার শামসুল আলম,রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সাংবাদিক ওয়ালি নেয়াজ বাবুসহ আরো অনেকে।
সভায় মাহে রমজানে বাজার পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় রাখার লক্ষে ও নিরাপদ খাদ্য নিশ্চিত কল্পে করনীয় বিষয়সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। সভায় ক্যাব ফরিদপুর জেলা শাখা আসন্ন রমজানে বাজার সহনীয় রাখতে ৮ টি সুপারিশ পেশ করেন। সভায় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, ক্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?