ফরিদপুরে পণ্য পরিবহনের কল্যাণ তহবিল পরিচালনা ব্যয় ‌ উত্তোলনের ব্যাপারে সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jan 31, 2024 - 15:52
 0  18
ফরিদপুরে পণ্য পরিবহনের কল্যাণ তহবিল পরিচালনা ব্যয় ‌ উত্তোলনের ব্যাপারে সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত

পণ্য পরিবহনে কল্যাণ তহবিল ‌পরিচালনা ব্যয় উত্তোলনের ব্যাপারে এক মত বিনিময় সভা ‌অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় ‌বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের জাকির ‌পণ্য পরিবহনে ‌ শ্রমিক কল্যাণের ‌ পরিচালনা ব্যয় উত্তোলনের ব্যাপারে ‌ ফরিদপুর পেস ক্লাবে ‌ সাংবাদিকদের সাথে ‌ মত বিনিময় করেন।

এ সময় ‌ ফরিদপুর প্রেস ক্লাবের আহবায়ক ‌ অধ্যাপক মোঃ শাহজাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ‌ ফরিদপুর ট্রাক ড্রাইভার ইউনিয়নের ‌ সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ‌  এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন  সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের জাকির।

এ সময় তিনি তার বক্তব্যে পণ্য পরিবহনে পরিচালনা ব্যয় উত্তোলনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন।
ফরিদপুর প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক মোঃ শাহজাহান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ‌মতবিনিময় সভায় আরো জানানো হয় শ্রমিক নেতৃবৃন্দ দেশের অন্যান্য জেলার মতো ফরিদপুরেও  পরিবহন শ্রমিকদের বিভিন্ন দুর্ঘটনা মৃত্যু পরবর্তী অনুদান প্রদান, শ্রমিকদের ‌ চিকিৎসা ব্যয় মিটানোর ক্ষেত্রে সংগঠনের পক্ষ আর্থিক সহায়তা প্রদান ও সংগঠনের পরিচালনা ব্যয় নির্বাহের জন্য প্রতি পণ্য পরিবহন থেকে ৩০ টাকা  পরিচালনা ব্যয় শ্রমিকদের সহায়তা তহবিলের জন্য উত্তোলনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow