ফরিদপুরে প্রতিমা ভাংচুরের অভিযোগে ‌এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Sep 16, 2024 - 18:13
 0  26
ফরিদপুরে প্রতিমা ভাংচুরের অভিযোগে ‌এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ 

ফরিদপুরে প্রতিমা ভাংচুরের অভিযোগে ‌এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ।

এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়
গত ১৪/০৯/২০২৪ তারিখে  দিবাগত রাত ফরিদপুর জেলার ভাংগা থানার ভাংগা বাজারের হরি মন্দির ও কালি মন্দিরে নির্মিতব্য প্রতিমা কে বা কারা ভাঙচুর করেছে।
 এরুপ সংবাদ গত ১৫/০৯/২০২৪ তারিখে সকালে পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে পুলিশ সুপার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে দেখেন, হরি মন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল, ময়ূরের গলা মোচড়ানো, ঘোড়ার কান ও আঙুল, অসুরের হাতের আঙুল এবং কালি মন্দিরের গণেশের হাতের আঙুল ও গুঁড় ভাঙা হয়েছে।
তখন ঘটনাস্থলে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীর নেতৃবৃন্দের সহিত মতবিনিময় কালে পুলিশ সুপার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। ঘটনার বিষয়ে তদন্তকালে কালি মন্দিরের সামনে পরিত্যক্ত খাটের উপর শয়নরত অবস্থায় ১জন ও খাটের পাশে মাটিতে আরেকজন ব্যক্তিকে দেখতে পান। জিজ্ঞাসাবাদে ১ জনকে (বৃদ্ধ ব্যক্তি) স্থানীয়রা পরিচিত বলে সনাক্ত করেন। অপর ব্যক্তিকে নাম-পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি নাম- পরিচয় না জানালে তার উপর সন্দেহ হওয়ায় তাকে থানায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদ কালে একবার বাংলা এবং একবার হিন্দি ভাষায় কথা বলে, তার নাম সঞ্জিত বিশ্বাস (৪৫), পিতা-নিশি কান্ত বিশ্বাস, সাং-নদীয়া এবং ভারতীয় নাগরিক বলে জানায়।
গ্রেফতারকৃত সঞ্জিত বিশ্বাস'কে (৪৫) ভাংগা থানার জিডি নং- ৬১৮, তাং- ১৫/০৯/২০২৪ খ্রি. ফৌঃকাঃবিঃ ১৫১ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনা সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow