ফরিদপুরে ‌বালু বোঝাই ট্রাকের তলে পড়ে ‌প্রাণ গেল যুবকের

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Mar 2, 2024 - 22:28
 0  11
ফরিদপুরে ‌বালু বোঝাই ট্রাকের তলে পড়ে ‌প্রাণ গেল যুবকের

ফরিদপুরে বালু বোঝাই ‌ ট্রাকের তলে পড়ে ঘটনাস্থলে প্রাণ  হারিয়েছেন আলবি আহমেদ(২৪) নামে এক ব্যক্তি।

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ফরিদপুর শহরের সাব রেজিস্ট্রি অফিসের সামনে।
 জানা গেছে তিনি মোটরসাইকেল যোগে সাব রেজিস্ট্রি ‌ অফিসের সামনে এলে তার মোটরসাইকেল ‌পিছলা খেয়ে বালু বোঝাই  ট্রাকের নিচে চলে যায়। ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 
 তবে উক্ত ঘতক ট্রাকটিকে আটক করা যায়নি। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
জানা গেছে উক্ত আলভী পাঠাও কুরিয়ার সার্ভিসে ‌কর্মরত ছিলেন। তার দেশের বাড়ি পাবনাতে এবং এখানে তিনি ‌ ভাষান চড়ে ‌তার শ্বশুরবাড়িতে থাকতেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow