ফরিদপুরে বিএনপির গনসংযোগ ও লিফলেট বিতরণ
দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর কোতোয়ালি থানা বিএনপির উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
রবিবার বেলা পৌনে এগারোটায় ফরিদপুর কোতোয়ালি থানা বিএনপি'র উদ্যোগে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা'র সভাপতিত্বে শহরের হেলিপোর্ট কাঁচা বাজার ও পার্শ্ববর্তী এলাকার স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে গনসংযোগ এবং 'দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান অপু,জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, কোতোয়ালি থানা বিএনপি'র সহ সভাপতি জয়নাল আবেদীন চৌধুরী, সহ সভাপতি মোঃ হাজ্জাজ হোসেন
সাংগঠনিক সম্পাদক শাহ শফিকুর রহমান রানু,ফরিদপুর জেলা ছাএদলের সহ সভাপতি রফিকুল ইসলাম রনি,সহ সভাপতি অনিক খান জিতু প্রমূখ ।
গনসংযোগকালে নেতৃবৃন্দ বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তারা বলেন কাঙ্খিত বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। সভায় বক্তারা ডামি নির্বাচন বাতিল করে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার অধীনে পুনঃনির্বাচনের দাবি জানান।
What's Your Reaction?